ভুরুঙ্গামারীতে জামায়াতে ইসলামী’র কর্মীদের আলোচনা চক্র অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: গোলাম মোস্তফা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দুটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারি, ভুরুঙ্গামারী উপজেলা শাখা; মাওলানা মোঃ আবু সাঈদ, বায়তুল মাল, ভুরুঙ্গামারী উপজেলা শাখা; মোঃ মিজানুর রহমান, কর্মপরিষদ, যুব বিভাগ ও ছাত্রশিবির তত্ত্বাবধায়ক, ভুরুঙ্গামারী উপজেলা শাখা; এবং এম. এস. কামাল হোসেন, প্রচার, প্রকাশনা ও অফিস দপ্তরের সম্পাদক, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।
আলোচনা চক্রে সংগঠনের কার্যক্রম, দাওয়াতি দায়িত্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনে প্রত্যেক কর্মীর আত্মত্যাগ, শৃঙ্খলা ও আদর্শের প্রতিশ্রুতি অটুট রাখতে হবে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং সকল কর্মী নব উদ্দীপনা নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।