1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি কলেজের GPA 5 -১১৯ জন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি কলেজের ঝলমলে সাফল্য।

স্টাফ রিপোর্টার: গোলাম মোস্তফা।

কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দারুণ সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় কলেজটির মোট ৫৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে ৫০৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে চমৎকার ৯২ দশমিক ৬৩ শতাংশে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে সর্বাধিক ৬৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মানবিক বিভাগেও ৫২ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পেয়ে কলেজের মর্যাদা আরও উজ্জ্বল করেছে। যদিও ব্যবসায় শিক্ষা বিভাগে এবার কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি, তবুও সামগ্রিক ফলাফলে কুড়িগ্রাম সরকারি কলেজ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষস্থান দখল করেছে।

কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন বলেন, “যারা পরীক্ষায় ভালো ফল করেছে, তাদের প্রতি আন্তরিক অভিনন্দন। যারা জিপিএ-৫ পেয়েছে, তারা যেন আত্মতুষ্টিতে না থেকে ভর্তি পরীক্ষার জন্য আরও ভালো প্রস্তুতি নেয়। অতীতে অনেক শিক্ষার্থী জিপিএ-৫ না পেয়েও ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে।”

তিনি আরও বলেন, “যারা এবার জিপিএ-৫ পায়নি বা ফেল করেছে, তাদের হতাশ হওয়ার কিছু নেই। ফেল করা শিক্ষার্থীরা তিনদিন বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করুক। জীবনে সাফল্য আসে নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে।”

এদিকে কলেজের এ অসাধারণ ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অনেকেই বলছেন, কুড়িগ্রাম সরকারি কলেজের এ সাফল্য জেলার শিক্ষাঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট