ভূরুঙ্গামারীতে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সারাদেশব্যাপী টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৫-এর অংশ হিসেবে ভূরুঙ্গামারী উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দীপ জন মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস বাদরে জাহান, এইচআই ইনচার্জ, এমটিইপিআই, পরিসংখ্যানবিদ, দায়িত্বপ্রাপ্ত এএইচআই, এইচএ, স্কাউটস সদস্যবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে এ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকার আওতায় আনার জন্য অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।