ভুরুঙ্গামারী উপজেলা পাথরডুবি ইউনিয়নের জামাতের উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার: গোলাম মোস্তফা,
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ৯অক্টোবর সন্ধ্যায় এক পরিচিতি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সদস্য পদপ্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গত ৫৪ বছর ধরে বাংলাদেশের মানুষকে ইসলাম থেকে দূরে রাখার জন্য কিছু বিশেষ শক্তি সক্রিয় ছিল। তারা জনগণকে ভুল পথে পরিচালিত করেছে। এখন সময় এসেছে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর। আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা জামায়াতে ইসলামী’র কর্মপরিষদ সদস্য ফেরদৌস হোসেন এবং ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন। সভা পরিচালনা করেন থানাঘাট দিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাওলানা নুরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়পরায়ণ সমাজ গঠনের আহ্বান জানান।