গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ধলডাঙ্গা সীমান্ত থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করেছে ২২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “চোরাচালান দমনে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। কোনোভাবেই অবৈধ পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে কেউ চোরাচালানের সুযোগ না পায়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “এই ধরনের চোরাচালান প্রায়ই হচ্ছে। বিজিবির তৎপরতায় এবার বড় একটি চালান আটক হয়েছে।”
বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা গরুগুলো আইনি প্রক্রিয়া শেষে সরকারি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।