1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

ভূরুঙ্গামারীতে রাস্তার বেহাল অবস্হা, দ্রুত সংস্কারের প্রয়োজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: গোলাম মোস্তফা,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার থেকে থানা ঘাটের মাঝামাঝি স্থানে প্রধান সড়কের ওপর বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে একটি বিদ্যুতের খুঁটি। খুঁটির পাশেই সড়কের একপাশ ধসে পড়ায় এখন সেখানে তৈরি হয়েছে বড় গর্ত। এতে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা লিটন মিয়া জানান, “এই রাস্তাটা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। খুঁটি রাস্তার মাঝখানে থাকায় রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল চালানো খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। পাশের অংশ ধসে পড়ায় এখন রাস্তাটা আরও সরু হয়ে গেছে।”

দেখা গেছে, রাস্তার ধসে পড়া অংশে বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করা হয়েছে, কিন্তু তা কার্যকর হয়নি। বৃষ্টির পানিতে মাটি আরও ভেঙে পড়ছে। এতে রাস্তা ভেঙে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার ইউনিয়ন পরিষদ ও বিদ্যুৎ অফিসে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, “আমরা বিষয়টি জানি। বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এখনো খুঁটি সরানো হয়নি। দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।”

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপজন মিত্র বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশ দেওয়া হবে।”

এদিকে এলাকাবাসীর দাবি, রাস্তা সংস্কার ও খুঁটি সরানোর কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয়, নতুবা বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট