ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে 'ইসলামী আন্দোলন বাংলাদেশে'র উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকাল আনুমানিক ৩টার সময় শিলখুড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিলখুড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মুত্তাল্লিব হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মুফতি এস এম মনিরুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারী এইচ. এম নূরনবী হুসাইন এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহ. রবিউল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মুসলিম উদ্দিন আনছারী সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব, নীতি পরিবর্তন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ত্যাগী কর্মী। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।