মানুষ বড় রঙ্গিন
মোঃ হায়দার আলী
পৃথিবীতে আসা যাওয়া
জন্ম মৃত্যুর খেলা,
এরই মাঝে ডুবে মানুষ
সাঁঝে রঙ্গ মেলা।
আসছে একা যাবে একা
যেনেও অব হেলা,
মানুষ বড় রঙ্গিন যেনো
আপন চেনা ঠেলা।
স্বার্থ খুঁজে চরণ চুমে
লুটে থাকে দূরে,
উপরে লাল ভেতর কালো
মুখোশ পরে ঘুরে।
আপন যে জন বিভেদ ভুলে
যায় না সরে-দুখে,
বিপদ এলে আগলে রাখে
আপনজনই বুকে।
অর্থকরী জমিদারি
থাকবে পরে ভবে,
থাকতে জীবন করো আমল
হিসাব নিবেন রবে।