বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন
২৮-০৯-২০২৫ ইং রোজ রবিবার সকাল ১১-০০ ঘটিকার সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর সদর উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় দ্বীনি সিনিয়র ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসা কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোঃ আলী নুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ ছালেহ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের শান্তিগন্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রামী শিক্ষক নেতা জনাব মাওলানা মোঃ আতিকুল হক।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা মোঃ আব্দুল কাদির।
বক্তব্য প্রদান করেন জনাব মোমতাজুল হাসান আবেদ,মাওলানা মোঃ ফারুক আহমদ,মাওলানা মোঃ ইদ্রিস আলী,মাওলানা মোঃ জমির উদ্দিন,মাওলানা মো মতিউর রহমান মাসুক,মাওলানা মোঃ মিছবাহ উদ্দিন ও জনাব স্বাধীনা আক্তার প্রমুখ।
কমিটি গঠন সভায় মহাগ্রন্থ আল ক্বোরআন থেকে তেলাওয়াত পেশ করেন মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ।
সভায় সর্বসম্মতিক্রমে জনাব মাওলানা মোঃ আব্দুল কাদিরকে সভাপতি, জনাব মাওলানা মোঃ মতিউর রহমানকে সাধারণ সম্পাদক ও জনাব মোঃ সুহেল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়।