হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সা: এরশাদ করেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমলের সওয়াব কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকে ১.সাদকায়ে জারিয়া ২. এমন জ্ঞান যা দ্বারা মানুষের উপকৃত হয় ৩.নেককার সন্তান যে তার জন্য দোয়া করে । (সহীহ মুসলিম ১৬৩১)
হযরত আবু মুসা আশয়ারী রা: থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, ক্ষুধার্তকে আহার দাও, অসুস্থ ব্যক্তিকে সেবা করো, বন্দীকে মুক্ত কর ( বুখারী ১৫২৩)