ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
৫ দফা দাবি আদায়ের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে সরকারি ডিগ্রী কলেজ মোড় ইসলামী ব্যাংকের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ২৫ কুড়িগ্রাম ১ আসনের এমপি পদপ্রার্থী জননেতা হারিসুল বারি রনি রনি। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম নুরুন্নবী হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী সাহেব, সহ-সভাপতি জুলহাস উদ্দিন (BSC), সেক্রেটারি মুফতি এসএম মনিরুজ্জামান, মুজাহিদ কমিটির উপজেলার সদর হারুনুর রশিদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন প্রমুখ।
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ এর পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা দাবীকৃত ৫ দফা তুলে ধরেন।দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা,আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা,ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বিক্ষোভ মিছিল সমাবেশে কয়েক হাজার তৌহিদি মুসলিম জনতা অংশগ্রহণ করেন। মিছিলে হাত পাখায় ভোট দিন, নেতা নয় নীতি চাই; পীর সাহেব চরমোনাই, বিয়ের পদ্ধতি নির্বাচন চাই যদি না হয় পিয়ার, আসবে আবার স্বৈরাচার এরকম স্লোগানে মুখরিত হয় মিছিলটি।