1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের মোতায়েনসহ থানা পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে উপজেলার সকল পূজা মণ্ডপে আনসার সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ৪ জন, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ৪ জন এবং সাধারণ পূজা মণ্ডপে ২ জন করে আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পূজার সময় মণ্ডপ এলাকায় সার্বক্ষণিক পুলিশ টহল, মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এছাড়া, প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আনসার, গ্রাম পুলিশ এবং পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক পুলিশ টহল কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকবে।”

তিনি আরও জানান, পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে সবার সহযোগিতা কামনা করা হয়েছে এবং কোনো সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এ বছর ভূরুঙ্গামারী উপজেলায়
মোট ১৭ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যেখানে হাজারো পূজারী ও দর্শনার্থীর আগমন ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট