ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ইউনিয়নের বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে পাঠানোর অভিযোগে সার ডিলার শহিদুল ইসলাম ব্যাপারীকে জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরডুবি ইউনিয়নের দায়িত্বে থাকা ডিলার মেসার্স শহিদুল ট্রেডার্সের গুদাম থেকে ঐ ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সার থেকে ১০ বস্তা পাশ্ববর্তী তিলাই ইউনিয়নে সরানোর চেষ্টা করা হয়। ঠেলাগাড়ি যোগে সার পরিবহনের সময় স্থানীয় কৃষকরা তা আটক করেন। ডিলারের পক্ষ থেকে কোনো রশিদ বা সন্তোষজনক জবাব না পাওয়ায় কৃষকরা উপজেলা কৃষি অফিসকে বিষয়টি জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ডিলার শহিদুল ইসলাম ব্যাপারী উপস্থিত না থাকলেও তার ম্যানেজার ওবায়দুল হক অভিযোগের বিষয়টি স্বীকার করেন। এরই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন, “কৃষকের স্বার্থ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।