1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার দাখিল ৯ম, ১০ম, ও আলিম ২য় বর্ষের এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আজিজুর রহমান স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, গভর্নিং বডির সদস্য মোঃ ছবেত আলী, সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর গফুর প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন পাইকেরছড়া ইউপি সদস্য আবুসায়াদত মোঃ বজলুর রহমান, মাওলানা শায়েখ শাফি মো: আব্দুল বারিক, মোঃ মেছবাহুল আলম, মোঃ জাহিদুর রহমানসহ অভিভাবক ও অতিথিবৃন্দ। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর আলম, মোঃ হামিদুল ইসলাম, মোঃ বদিউজ্জামান, মোছাঃ নাজমা পারভিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আসাদুজ্জামান, প্রভাষক অত্র মাদ্রাসা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, সন্তানদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলা সময়ের দাবি। তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে থেকে একটি আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।

সমাবেশে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় সাধনের নানা দিক নিয়ে আলোচনা হয়। অভিভাবকেরা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি নিজেদেরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রমিজউদ্দিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট