ভূরুঙ্গামারী প্রতিনিধি,
কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভূরুঙ্গামারী থানার আওতাধীন এলাকায় পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশী টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
নিরাপত্তা কার্যক্রমে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল স্তরের সাধারণ নাগরিকদের সমন্বয়ে কাজ করা হচ্ছে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা চলছে।
এছাড়া পূজা চলাকালীন যথাযথ ধর্মীয় রীতি-নীতি অনুসরণের পাশাপাশি মাদক, জুয়া ও অপ্রীতিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদের দক্ষ নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।