ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা এবং পরবর্তীতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামাত আঙ্গারীয়া এলাকা থেকে সামছুল হক চৌধুরী ছেলে নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃত নিয়ামুল আরিফ ছাত্রলীগের সাবেক ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। সে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের চাচা।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নিয়ামুল আরিফ এলাকায় মাদক চোরাচালান, চাঁদাবাজি সহ নানান অপকর্মে জড়িত ছিল।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়,তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।