প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
ভূরুঙ্গামারী ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর ৯নং ওয়ার্ডের সাগর আলীর বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ১৫ সেপ্টেম্বর সমবার দুপুরে বিদুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তেই আগুন চতুরদিকে ছিড়িয়ে পরে।
এলাকাবাসী জানান, ঘরে সাগর আলীর ছেলে সোহেল পুলিশের১৫০সিসি পালসার মোটরসাইকেল ছিল তা পুড়ে যায়। এছাড়াও ফ্রিজ, ধান,চাল ও অন্যান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০- ১২ লক্ষ টাকা ক্ষয়- ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে ৫০ হাত একটি ঘর ও আসবাবপত্র ও একটি মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত