ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কৃতী সন্তান আসিফ আব্দুল্লাহ। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, আসিফ আব্দল্লাহ ৯ হাজার ৬১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ রাফিজ খান পেয়েছেন ৪ হাজার ৫৪৫ ভোট। তার ব্যালট নম্বর ছিল ৫। বর্তমানে তিনি ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতির দায়িত্ব পালন করছেন।
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
আসিফ আব্দুল্লাহ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আজিজুর রহমান সরকারের জেষ্ঠ্য পুত্র। আসিফের বাবা জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও দীর্ঘদিন কুড়িগ্রাম জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও পালন করেন।
ভূরুঙ্গামারীর কৃতী সন্তান হিসেবে তার এই বিজয়ে এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। বিজয়ী হওয়ার খবর পেয়ে ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনতা তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।