ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কুড়িগ্রাম জেলায় প্রথম স্থান অর্জন করেছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র। সদ্য প্রকাশিত জেলা পর্যায়ের পারফরমেন্স র্যাংকিং-এ ভূরুঙ্গামারী উপজেলা উল্লেখযোগ্য অগ্রগতি ও নির্ভুল তথ্য প্রদান করে শীর্ষে উঠে আসে।
জানা গেছে, জন্ম-মৃত্যু নিবন্ধনের শতভাগ বাস্তবায়নে ইউএনও’র সঠিক নির্দেশনা, ইউনিয়ন পরিষদসমূহের সমন্বয় ও নিবন্ধন কর্মীদের আন্তরিক প্রচেষ্টা মূল ভূমিকা রাখে। প্রতিটি জন্ম ও মৃত্যুর তথ্য সময়মতো অনলাইনে এন্ট্রি, জনসচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন ও তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ইউএনও’র নেতৃত্ব ছিল কার্যকর।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র বলেন, “এই অর্জন ভূরুঙ্গামারীর সব মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই ১০০% নিবন্ধন নিশ্চিত করতে।”
জেলার অন্যান্য উপজেলার তুলনায় এই উপজেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনের হার এবং নির্ভুলতা বেশি হওয়ায় ভূরুঙ্গামারী উপজেলাকে কুড়িগ্রাম জেলার মধ্যে সেরা ঘোষণা করা হয়।
উপজেলাবাসীর মাঝে এ নিয়ে গর্ব ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। অনেকেই এই অর্জনের জন্য ইউএনওসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।