ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। রবিবার (১২ই রবিউল আউয়াল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন ভূরুঙ্গামারীর ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক।
বক্তব্য রাখেন ওমর ফারুক ফারুকী, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখা;
রোকনুজ্জামান রোকন, আহ্বায়ক বৈষম্যবিরোধী আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা;
মাও. আশফকুর রহমান জাওহারি, খতিব পার্বতীপুর জামে মসজিদ;
মাহবুবুল আলম, সহকারী অধ্যাপক ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা;
শাখওয়াত হোসেন তোওহিদ, যুগ্ম আহ্বায়ক বিএনপি ভূরুঙ্গামারী উপজেলা শাখা;
আনোয়ার হোসেন, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা;
আতিকুর রহমান, ইন্সট্রাক্টর UPETC;
এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ।
দোয়া পরিচালনা করেন ভূরুঙ্গামারী বায়তুল আমান (কোর্ট) জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং তাঁর দেখানো পথে চলার আহ্বান জানান।