ভূরুঙ্গামারীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের পরিচয় পর্ব ও কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উপজেলা টিমের পরিচয় পর্ব ও মাসিক কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থা অফিস কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান।
কর্মশালায় নতুন সদস্যদের মাঝে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পাশাপাশি ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
আলোচনা শেষে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মশালার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।