ভূরুঙ্গামারীতে যুব উন্নয়ন এর কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
উপস্তিতিথ ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন।
এ সময় প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষনার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। জুলাই ২০২৫ হতে আগস্ট ২০২৫ পর্যন্ত দুই মাস মেয়াদী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে মোট চারটি ব্যাচে ১০ জন করে, ২০ জন নারী ও ২০ জন পুরুষ
মোট ৪০ জন্য প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে ।
পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।