পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২৯ আগষ্ট শুক্রবার তিলাই ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আওতায় তিলাই ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মোট ৭০ জন ছাত্রের মাঝে আমলকি, পেয়ারা, জলপাই, নটকন, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি মো: আরিফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকে যদি একটি করে গাছ লাগায় এবং তা যত্ন নেয়, তাহলে পরিবেশ ভারসাম্য রক্ষা হবে। ছাত্রদেরকে ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে, যেটি ফরজ তার গুরুত দিতে হবে এবং নিয়মিত নামাজ আদায় করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামী তিলাই ইউনিয়ন শাখার সভাপতি মো: সাইফুর রহমান, সেক্টেটারী মো: আসাদুজ্জামান, শিবির নেতা আমিনুর ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।