বিশিষ্ট সমাজ সেবক মরহুম মনছুর আলী সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশিষ্ট সমাজ সেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা অনুরাগী, তিলাই ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম মনছুর আলী সরকার (৫৭) রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বাদ যোহর মরহুমের নিজ বাস ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মরহমের বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শিক্ষক সহ গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ গত ২৫ আগস্ট রাত ১১:৫০ মিনিটে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন। পর দিন ২৬ আগস্ট দুপুর ২:৩০ মিনিটে তিলাই উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।