ভূরুঙ্গামারীতে সাবেক মেম্বার মনসুর আলী সরকারের ইন্তেকাল
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনসুর আলী সরকার ইন্তেকাল করেছেন। সোমবার রাত ১২টা ১০ মিনিটে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মনসুর আলী সরকার উপজেলার উত্তর ছাট গোপালপুর গ্রামের মোহাম্মদ জহির উদ্দিনের পুত্র।
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন—এই প্রার্থনা জানানো হয়েছে।