স্থানীয় সরকার প্রকৌশল কর্তৃক বাস্তবায়িত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার থেকে চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’র শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এতে করে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাথে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ উন্নয়নের মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে আঞ্চলিক যোগাযোগ স্থাপন হলো।
সেই সঙ্গে, একটি নতুন পরিবহন করিডোর গড়ে ওঠায় রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে ভুরুঙ্গামারী স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার দূরত্ব হ্রাস পেয়েছে ১২০ কিলোমিটার।