কুড়িগ্রাম প্রতিনিধি,
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ৯ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় জেলা শহরের কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনের আয়োজন করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবার কুড়িগ্রাম জেলা। এতে অংশ নেন জেলার বিভিন্ন স্কুলের অর্ধ শতাধিক শিক্ষক।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র রায়, সহকারী শিক্ষক মো. আবু তৈয়ব, মো. শাহ আলম, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও মো. রেজাউল ইসলাম।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছেন। একই গ্রেডে নিয়োগ পাওয়া অনেক ক্যাডার কর্মকর্তা আর্থিকভাবে বহুগুণ অগ্রগতি অর্জন করেছেন, অথচ মাধ্যমিক সহকারী শিক্ষকরা এখনও প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত। তারা দ্রুত ৯ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যের অবসান ঘটানোর দাবি জানান।
তারা আরও বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কাজে নিবেদিত থেকেও যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। এ পরিস্থিতি চলতে থাকলে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে এবং তা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।