ভুরুঙ্গামারী প্রতিনিধি,
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ছিল রঙিন র্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, ঋণ চেক বিতরণ, সনদপত্র ও ক্রেস্ট প্রদানসহ নানা কর্মসূচি।
র্যালি ও শপথ বাক্য পাঠ
সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, যুবক-যুবতীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে প্রধান অতিথির নেতৃত্বে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়, যেখানে যুব সমাজকে সততা, নৈতিকতা, মাদকমুক্ত জীবন, আত্মনির্ভরশীলতা ও দেশের উন্নয়নে সক্রিয় অবদান রাখার অঙ্গীকার করানো হয়।
আলোচনা সভা
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজুল হক স্বপন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভুরুঙ্গামারী সরকারি কলেজ; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রোকনুজ্জামান; এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
“যুবসমাজই জাতির ভবিষ্যৎ। সততা, পরিশ্রম ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে তারা দেশকে এগিয়ে নিতে পারে। আজকের এই দিবস কেবল উদযাপনের নয়, বরং নিজের ভেতরের শক্তিকে চিনে নিয়ে দেশ ও সমাজের জন্য কাজে লাগানোর শপথ নেয়ার দিন। মাদক, সহিংসতা ও অনৈতিকতা থেকে দূরে থেকে জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানাচ্ছি সকল যুবক-যুবতীকে।”
ঋণ চেক বিতরণ
আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ২৩ জন যুবকের মধ্যে মোট ৩০০০০ টাকার ঋণ চেক বিতরণ করা হয়। ঋণগ্রহীতাদের উদ্দেশে প্রধান অতিথি বলেন,
“এই ঋণ শুধুমাত্র অর্থনৈতিক সহায়তা নয়, বরং আত্মনির্ভরশীল হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ। সঠিকভাবে বিনিয়োগ করলে এ ঋণ ভবিষ্যতে আরও অনেককে অনুপ্রাণিত করবে।”
সনদপত্র ও ক্রেস্ট প্রদান
এছাড়া, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ সম্পন্নকারী ৫ জন যুবককে সনদপত্র এবং সমাজসেবা ও উন্নয়নে বিশেষ অবদান রাখায় উপজেলার ১১টি ইউনিয়নের যুব উন্নয়ন সংস্থাকে ক্রেস্ট প্রদান করে।
দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচি ভুরুঙ্গামারীর যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে, যা আগামী দিনের উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন।