1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির ভুয়া পরিচয়ে ফোন করে অর্থ দাবি, সতর্ক থাকার আহ্বান উপজেলা নির্বাহী অফিসারের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ভূরুঙ্গামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ ভূরুঙ্গামারীতে জামায়াতের গনমিছিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সেতু না থাকায় মানুষ সীমাহীন দুর্ভোগ ভূরুঙ্গামারীতে জামায়াতে ইসলামীর ৫ই আগষ্ট গনমিছিল বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে কিশোর গ‍্যাং সদস্যের আক্রমণে ২ মাদ্রাসা শিক্ষার্থী আহত, থানায় মামলা। কুড়িগ্রাম শিবিরের জেলা শাখার উদ্যোগে এ+ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত উলিপুরে উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

কামরুল হাসান কাজল,
জেলা প্রতিনিধি,

সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে ৯ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কেজিইউজের বিশেষ সম্মিলনে এ কমিটি ঘোষণা করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত বৃহত্তর রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন,সাংবাদিকরা ভয় বা চাপের মুখে কলম থামাবেন না। আমরা সত্যের পক্ষে, আর সত্য রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

প্রধান আলোচক আরপিইউজে’র সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, গণতন্ত্রের জন্য তথ্যের স্বাধীনতা অপরিহার্য। সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া এই স্বাধীনতা বাস্তবায়ন সম্ভব নয়।

সম্মেলনে জেলার ৯টি উপজেলা থেকে আগত প্রায় দেড় শতাধিক সংবাদকর্মী মাঠে কাজের সময় প্রাপ্ত নানা হুমকি ও হয়রানির অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ প্রভাবশালীদের ভয়ভীতি প্রদর্শনের কথা বলেন, কেউ জানান প্রশাসনিক বাধা সত্ত্বেও দায়িত্ব পালন করতে হয়। এসময় সাংবাদিকদের জন্য কার্যকর সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি তোলেন তারা।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আশ্বাস দিয়ে বলেন,সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে। হয়রানি বা হামলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, আরপিইউজে’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, ট্রেজারার মমিনুল ইসলাম রিপন। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম।

নবগঠিত ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, আহ্বায়ক: আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা), সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন (দৈনিক জনকণ্ঠ ও এটিএন নিউজ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল), যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ), তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ), সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ)

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের জন্য শুধু আশ্বাস নয়, বাস্তবসম্মত পদক্ষেপ জরুরি। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি দ্রুত একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট