মোঃ কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংঘবদ্ধ কিশোর গ্যাং এর আক্রমনে মাদ্রাসার দুই শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের ময়নুল হক এর ছেলে মইন বাবু (১৮) ও পাইকেরছড়া ইউনিয়নের আদর্শ মোড় এলাকার আব্দুল গফুর এর ছেলে আব্দুল্লাহ আল জোবাইর (১৯)। তারা উভয়ই ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। এই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮ জনকে আসামী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানাযায়, গত ১৭ জুলাই মইন বাবু ও আব্দুল্লাহ আল জোবাইর ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসায় আলিম টেষ্ট পরীক্ষা দিয়ে তাদের মেয়ে সহপাঠীসহ ফেরার পথে উপজেলা সাব-রেজিষ্টার অফিসের সামনে পৌছামাত্র কিশোর গ্যাং এর সংঘবদ্ধ একটি দল
তাদের পথরোধ করে সাথে মেয়ে মানুষ কেন বলে এর কারণ জিজ্ঞেস করে। পরে ওই মেয়ের সাথে তাদের কথা আছে বলে ওই দুইজনকে চলে যেতে বলে। ওরা দুজন চলে না যাওয়ায়
০১নং বিবাদী তাদের অশ্লীলভাষায় গালিগালাজ, হুমকি ধামকি সহ একপর্যায়ে কিল ঘুষি দিলে তাহারা প্রাণের ভয়ে ছাত্রাবাসে চলে যায়।
এরই জের ধরে গত ২০ জুলাই মইন বাবু ও আব্দুল্লাহ আল জোবাইর আইসিটি পরীক্ষা দিয়ে ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা থেকে বিকেল অনুঃ ০৫.৪৫ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বর দিয়ে ছাত্রাবাসে ফেরার সময় ০১নং বিবাদী সহ অন্যান্য বিবাদী এবং অজ্ঞাত ৭/৮ জনের সংঘবদ্ধ দল ০১নং বিবাদীর সাথে বেয়াদবি করেছে মর্মে দুইজনকে আটক করে। উপজেলা পরিষদ হল রুমের পিছনে নিয়ে তাদেরকে নাকে ও বুকে কিল ঘুষি, লাথি ও
এলোপাথাড়ি মারপিট করে এবং মাটিতে ফেলে
গলা টিপে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায়।
সেই সাথে তাদের মুখের দারী উফরে ফেলে।
এসময় দুজনের পকেটে থাকা নগধ টাকা ও মোবাইলের সীম খুলে ফেলে মোবাইল ফোন নিয়ে নেয় এবং বিবাদীগন ঘটনার বিষয়ে কাউকে জানালে পুনরায় মারপিট করা সহ হত্যা করার হুমকি দিয়ে চলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বিষয়টি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ মিমাংসার উদ্যোগ নিলেও বিবাদী পক্ষের লোকজন শালিসে না আসায় নিরুপায় হয়ে মইন বাবুর বাবা মইনুল হক বাদী হয়ে গত ২৯ জুলাই নিম্নোক্তদের আসামি করে ১। মোঃ নাঈম হোসেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী (২২)পিতা-মোঃ মিজানুর রহমান সাং-দেওয়ানের খামার ২। মোঃ আনাস উদ্দিন (২০), পিতা-মোঃ গোলাম কিবরিয়া (ভুট্ট হাজী) সাং-দেওয়ানের খামার ৩। মোঃ ফাহিম (১৮) পিতা-মোঃ হালিম মহুরী, সাং-কামাত আঙ্গারিয়া (পাইলট স্কুলের পার্শ্বে), ৪। মোঃ নাহিদ মিয়া (২২) পিতা-মোঃ আমিনুর রহমান সাং-দেওয়ানের খামার ৫। শ্রী বিরাজ (১৮) পিতা-শ্রী কাল্গুন মাষ্টার, সাং-দেওয়ানের খামার কলেজ পাড়া ৬। মোঃ রুমান মিয়া (২০) পিতা-মোঃ রফিকুল ইসলাম ড্রাইভার ৭। মোঃ তাসফিক (২০) পিতা-মোঃ আজাদুল ইসলাম উভয় সাং-দেওয়ানের খামার কলেজপাড়া, মন্দিরের পার্শ্বে) ৮। শ্রী প্রনব (১৮) পিতা-নিরঞ্জন কর্মকার সাং-দেওয়ানের খামার কলেজপাড়া, মন্দিরের পার্শ্বে) ইউনিয়ন-ভুরুঙ্গামারী, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামগন সহ আরো অজ্ঞাত ৭/৮ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৩ তারিখঃ ২৯/০৭/২০২৫।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী ধরার চেষ্টা চলছে।