বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের A+ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রাম সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মোঃ মোবাশ্বের রাশেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মোঃ সিফাত আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা; অধ্যক্ষ মোঃ শাহজালাল সবুজ, সাবেক জেলা সভাপতি, ছাত্রশিবির কুড়িগ্রাম; মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সভাপতি, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।বক্তারা বলেন, আজকের মেধাবীরা আগামীদিনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও দিকনির্দেশনামূলক পুস্তিকা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস লক্ষ্য করা যায়।