1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

‎ভূরুঙ্গামারীতে সড়ক থেকে বটগাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। ‎ ‎

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

‎ভূরুঙ্গামারীতে সড়ক থেকে বটগাছ অপসারণের দাবিতে মানববন্ধন

‎আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে উপড়ে থাকা শতবর্ষী বটগাছ অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

‎বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয়রা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু সুফিয়ান পারভেজ, আজিজুল হক, সোবহান আলী, কামরুল ইসলাম, শামিম হোসেন, মাহবুব, নাইম এবং মইদাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক।

‎বক্তারা বলেন, গত ৫ জুলাই শতবর্ষী একটি বটগাছ সড়কের উপর উপড়ে পড়ে। এক মাস পেরিয়ে গেলেও গাছটি অপসারণে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা। বিষয়টি একাধিকবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের জানানো হলেও তারা উদাসীন থেকেছেন।

‎তারা বলেন, চেয়ারম্যানের গড়িমসি ও অদক্ষতার কারণে প্রায় ১০ হাজার মানুষ—বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষকেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, ব্যাহত হচ্ছে জরুরি সেবা।

‎উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন বলেন, “জনসাধারণের ভোগান্তি নিরসনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি গাছটি অপসারণ না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

‎এ সময় পাথরডুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু মানববন্ধনে উপস্থিত হয়ে গাছ অপসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

‎এ বিষয়ে জানতে চাইলে পাথরডুবী ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, “আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি। তিনি তহসিলদারকে দায়িত্ব দিয়েছেন। আশা করি দুই-তিন দিনের মধ্যে গাছটি সরিয়ে ফেলা হবে।

‎ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, “গাছটি অপসারণের কাজ শুরু হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে সড়ক থেকে গাছটি সরিয়ে নেয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সার্বক্ষণিক মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট