1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

ভুরুঙ্গামারীর বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

 

ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া এলাকার বাসিন্দা ও উপজেলার বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী হায়দার আলী (৬৫) আর নেই। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন বাজারে কাঁচামাল সরবরাহ করতেন এবং সততা ও ন্যায্য বাণিজ্যের জন্য ব্যবসায়ী সমাজের মধ্যে বিশেষ সুনাম অর্জন করেছিলেন।

গত সোমবার নাগেশ্বরীতে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় হায়দার আলী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক দুর্ঘটনায় তিনি প্রচণ্ড আঘাত পান; তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং একাধিক পাঁজরের হাড় ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হায়দার আলীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই কামাত আঙ্গারিয়া ও আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ তার মৃত্যুর খবরে ভেঙে পড়েন। এলাকাবাসী জানিয়েছেন, তিনি ছিলেন সৎ, পরিশ্রমী ও উদার মনের একজন মানুষ, যিনি ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও আন্তরিকভাবে অংশ নিতেন।

মৃত্যুকালে হায়দার আলী স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট