কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম ছাট গোপালপুরের কালাচান মোড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ ইলমা খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে পানির পাম্প চালু করার সময় দুর্ঘটনাটি ঘটে। ইলমা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং মোঃ আল আমিন মন্ডলের একমাত্র কন্যা।
স্থানীয় সূত্র জানায়, পানির পাম্পের সুইচ অন করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ইলমা। পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”