শনিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলন বাজার সংলগ্ন পন্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও ওই গ্রামের নবাব উদ্দিনের ছেলে। অকাল মত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এলাকাবাসী জানান, পাশের বাসার মোটরের বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অল্প বয়সী এক প্রাণবন্ত তরুণকে হারিয়ে আমরা শোকাহত।”
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।