ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি,
‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল), সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
ববক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা সমন্বয়ক রোকনুজ্জামান রোকন এবং মুখ্য সমন্বয়ক শ্রাবণ সহ জুলাই যোদ্ধার সমন্বয়ক নাহিদ হাসান নয়ন, মফিজুল, রুদ্র, সেক্রেটারি জেনারেল জামাত-এর মিজানুর রহমান, বিএনপি’র সাবেক সভাপতি কাজি গোলাম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতি এস এম মনিরুজ্জামান, এনসিপি ভূরুঙ্গামারী উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন, গণ অধিকার পরিষদের সহ সভাপতি সোলাইমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, সমাজে নিরাপত্তা, সাম্যতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা সামাজিক দায়িত্বের পাশাপাশি নৈতিক দায়িত্বও।
অনুষ্ঠানে ভার্চুয়ালি লাখো কণ্ঠে শপথ পাঠ করা হয়—
“আমি প্রতিজ্ঞা করছি, ন্যায়-অন্যায় পার্থক্য বুঝে সমাজ গঠনে নিজেকে নিবেদন করব এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট থাকব।”
উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ.এস খোকন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধারা, সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগীরা এবং জুলাই আহত শিক্ষার্থীরা।
আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও প্রেরণামূলক গান পরিবেশিত হয়।