কুড়িগ্রাম ফুলবাড়ীতে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি হাতেনাতে আটক।
মোঃ মশিউর রহমান বিপুল
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গত বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতাড়ী এলাকা থেকে দুই জন মাদক কারবারিকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানাধীন ধানাইদহ এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নতুন রুপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
এ বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।