1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সার সংকটে দিশেহারা কৃষক ভূরুঙ্গামারীর আসিফ আব্দুল্লাহ ছাত্র পরিবহন সম্পাদক পদে জয়ী ডাকসু নির্বাচন : শিবির প্যানেল জয়ী ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে সারের দাম বেশী রাখায় সাব- ডিলারের জরিমানা জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রামে শীর্ষে ভূরুঙ্গামারী উপজেলা ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কুড়িগ্রামে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার

ভূরুঙ্গামারীর সমস্যা ও সম্ভাবনা জানতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মত বিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্রর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সাথে তার মতবিনিময় সভায় উপজেলার প্রায় সকল গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন,
“সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রশাসনের স্বচ্ছতা, গতিশীলতা ও জনবান্ধবতা বজায় রাখতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দরজা গণমাধ্যমকর্মীদের জন্য সব সময় খোলা থাকবে। আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “দুর্নীতি, অনিয়ম কিংবা যেকোনো সমস্যার দ্রুত ও সঠিক তথ্য প্রদান প্রশাসনকে আরও কার্যকর করতে সহায়তা করবে। আমরা চাই একটি জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক প্রশাসন গড়ে তুলতে, যেখানে জনগণের স্বার্থই অগ্রাধিকার পাবে।”

আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

সভাটি ছিল আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এই মতবিনিময় সভা আগামীর একটি কার্যকর ও ফলপ্রসূ প্রশাসনিক-গণমাধ্যমিক সম্পর্কের ভিত্তি রচনা করবে।

সংবাদকর্মীদের কাছে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন উপজেলা নির্বাহী অফিসার। পরে পরিকল্পনা তৈরি করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট