প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে – কুড়িগ্রামে রিজভী
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, "আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখনই বিএনপি আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।"
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পড়বে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। এই ধ্রুবতারার নেতৃত্বেই জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন বেগবান হয়েছে। তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না।”
ধর্ম নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে 'বিসমিল্লাহির রহমানির রাহিম' সংযোজন করেছেন। দেশের মানুষ জানে কারা প্রকৃতপক্ষে ধর্ম নিয়ে রাজনীতি করে।”
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে নিহত কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সরকার এখন বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। কিন্তু মানুষ এখন আর বিভ্রান্ত হয় না। বিএনপি মাঠে আছে, মাঠেই থাকবে।”আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত