1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীর সমস্যা ও সম্ভাবনা জানতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মত বিনিময় সভা ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময় কৃষিতে প্রযুক্তির বিপ্লব: ভূরুঙ্গামারীর কৃতি সন্তান শাহিনুরের এআই মডেল উদ্ভাবন ভূরুঙ্গামারীতে নদীতে ডুবে যুবকের মৃত্যু গোপালগঞ্জে এনসিপির সমাবেশ হামলার প্রতিবাদে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ ভূরুঙ্গামারী ইউএনও মোঃ গোলাম ফেরদৌসকে বিদায় সংবর্ধনা ভূরুঙ্গামারীতে জেলের মৃ*ত্যু: ঘরের আড়ায় ঝুলছিল নিথর দেহ ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে – কুড়িগ্রামে রিজভী কুড়িগ্রামে আইনজীবীদের নিয়ে জামায়াতের সাধারণ সভা ভূরুঙ্গামারীতে ৩১ দফা প্রচারে যুবদলের জনসংযোগ অভিযান

ভূরুঙ্গামারীতে ৩১ দফা প্রচারে যুবদলের জনসংযোগ অভিযান

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী, প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেবি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে উপজেলা যুবদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী কলেজ মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন অংশজুড়ে চলে এই প্রচার কার্যক্রম।

এ সময় যুবদল নেতাকর্মীরা দোকানপাট, রাস্তার পাশে থাকা পথচারী, অটোরিকশাচালক, বাজারের ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। প্রচার-প্রচারণার মাধ্যমে সরকারের বিকল্প ভাবনায় বিএনপির ঘোষিত দফাসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচির উদ্যোক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক। তাঁর উদ্যোগেই ভূরুঙ্গামারী উপজেলা যুবদল এই কার্যক্রম হাতে নেয়।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার (রাজু), যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন সোহাগসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

আজিজুল হক বলেন, দেশে চলমান রাজনৈতিক সংকট, সুশাসনের অভাব, বিচারহীনতা, প্রশাসনের দলীয়করণসহ নানা ইস্যুতে জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন, তা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের হাতে এসব দফা তুলে দিচ্ছি, যাতে তারা নিজেরাই বুঝে নিতে পারে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো কেমন হতে পারে।

তিনি আরও বলেন, আমরা চাই, মানুষ জানুক- বিএনপি কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছে না, বরং রাষ্ট্র কাঠামোকে জনগণের জন্য কার্যকর ও জবাবদিহিমূলক করার একটা রূপরেখাও দিয়েছে। যুবদল নেতারা জানান, ভবিষ্যতে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একইভাবে এই লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। তারা বলেন, তরুণ সমাজের মধ্যে এ দফাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে, কারণ তারাই ভবিষ্যতের রাষ্ট্র নির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট