1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় পিতৃহীন তিন কন্যা সন্তান, সরকারি সহায়তা দাবি এলাকাবাসীর

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক বাহাজ উদ্দিন বানুর (৩৩) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া এলাকায় জানাজায় অংশ নেন হাজারো শোকাহত মানুষ। বানুর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক ও বিপর্যয়। অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান।

রোববার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুনটিঘর এলাকায় একটি বেপরোয়া গতির ড্রামট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার এক যাত্রী, রতনপুরের আবু বকর সিদ্দিকের অনার্স পড়ুয়া মেয়ে আনিকা (১৮)। অটোচালক বানু মিয়াসহ আহত অবস্থায় তিনজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওর পথেই প্রাণ হারান চালক বানু মিয়া।

আহতরা হলেন—আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও তাদের ছোট মেয়ে ফাতেমা (৯)। দুর্ঘটনার সময় তারা সোনাহাট স্থলবন্দর থেকে ঘুরে ফিরছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাহাটগামী ড্রামট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটো দুমড়ে-মুচড়ে যায়।

নিহত চালক বাহাজ উদ্দিন বানু উপজেলার উমর আলীর ছেলে। তিন কন্যা সন্তানের পিতা এই চালক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

স্থানীয় ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান ও এলাকাবাসীরা শোক প্রকাশ করে বলেন, “বানুর পরিবার আজ অসহায়। সরকারের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো।”

এদিকে, সড়ক পরিবহন আইনের ৮৩ ধারা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার বিধান রয়েছে। এলাকাবাসী দাবি জানিয়েছেন, এই দুর্ঘটনার তদন্ত শেষে দ্রুত নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান করা হোক।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অনুদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট