ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর সড়কে ঘুন্টিঘর নামক স্থানে অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চার জন আহত হয়েছেন এবং তাদের ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন অটোরিকশার চালক বানু মিয়া(৩০), যিনি পাইকারছড়া ইউনিয়নের বাসিন্দা, এবং অপর একজন
নাগেশরীর রায়গঞ্জের অটো যাত্রী মাওলানা আবুবকর সিদ্দিক রতনপুরী প্রভাষক আরবি, চরবারুইটারী আলিম মাদ্রাসা বড় মেয়ে আতিকা সুলতানা (১৩)। আহত হলেন অটো যাত্রী ০৩জন হলেন- মাওলানা আবু বকর সিদ্দিক ( ৪০), মেজো ফাতেমা (০৯), স্ত্রী মোর্শেদা ( ৩০),তবে সংগে থাকা দেড় মাসের শিশুর কোন ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর মেট্রো ট-১১-০০৩৬ ড্রাম ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নারী যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক মারা যায়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আবু সায়েম বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। অটোচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, অটো ও ট্রাক থানায় আটক রয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।