ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কু
ড়িগ্রামের ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৪ জুলাই শুক্রবার রাত ৯টায়। এতে সভাপতি পদে দৈনিক আজকের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম জয় নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের গোয়েন্দা সংবাদের উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এস.এম. মনিরুজ্জামান।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সৃষ্টি নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক ও সোনাহাট মহাবিদ্যালয়ের প্রভাষক সাংবাদিক মোখলেছুর রহমান।
১৪ সদস্য বিশিষ্ট রিপোর্টার্স ইউনিটিতে ১১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ৭ ভোট পেয়ে বিজয়ী হন আরিফুল ইসলাম জয়, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয়েই ৬টি করে ভোট পেয়ে নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম জয় বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই ইউনিটির সকল সহকর্মীদের, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। ভিন্নমতের মধ্যেও সহমতের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে— তা ভূরুঙ্গামারীর সাংবাদিকতার জন্য একটি ইতিবাচক বার্তা। ঐক্য, পেশাদারিত্ব ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম লক্ষ্য। সবার সহযোগিতা নিয়েই আমরা রিপোর্টার্স ইউনিটিকে একটি কার্যকর ও সম্মানজনক প্ল্যাটফর্মে রূপান্তর করতে চাই।”
তিনি আরো বলেন, “খুব দ্রুত সময়ের মধ্যে রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”