1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সার সংকটে দিশেহারা কৃষক ভূরুঙ্গামারীর আসিফ আব্দুল্লাহ ছাত্র পরিবহন সম্পাদক পদে জয়ী ডাকসু নির্বাচন : শিবির প্যানেল জয়ী ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে সারের দাম বেশী রাখায় সাব- ডিলারের জরিমানা জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রামে শীর্ষে ভূরুঙ্গামারী উপজেলা ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কুড়িগ্রামে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে শিবিরের চারা গাছ বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃক্ষচারা বিতরণ ও রোপণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২ জুলাই) ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির মোট ৩৫০ জন ছাত্রছাত্রীর মাঝে আমলকি, পেয়ারা, জলপাই, নটকন, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু বৃক্ষচারা রোপনও করা হয়।এছাড়াও ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা ছাত্র- ছাত্রীদের মাঝে ফলদ বৃক্ষ বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম ফেরদৌস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রত্যেকে যদি একটি করে গাছ লাগায় এবং তা যত্ন নেয়, তাহলে পরিবেশ রক্ষা সহজতর হবে। আজকের ছোট চারা ভবিষ্যতে আমাদের খাদ্য, ছায়া ও জীবনদায়ী অক্সিজেন সরবরাহ করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস. এম. নাছিমুল হক তপু, শিক্ষক সুনীল চন্দ্র সাহা, কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুস সবুর এবং উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিতরণ কার্যক্রমের একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে বিদ্যালয় চত্বরে বেশ কয়েকটি ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।

আয়োজকেরা জানান, এই কার্যক্রম শুধু একটি বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ধারাবাহিকভাবে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩,০০০ (তিন হাজার) বৃক্ষচারা বিতরণ ও রোপণ করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব ও গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট