1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীর সমস্যা ও সম্ভাবনা জানতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মত বিনিময় সভা ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময় কৃষিতে প্রযুক্তির বিপ্লব: ভূরুঙ্গামারীর কৃতি সন্তান শাহিনুরের এআই মডেল উদ্ভাবন ভূরুঙ্গামারীতে নদীতে ডুবে যুবকের মৃত্যু গোপালগঞ্জে এনসিপির সমাবেশ হামলার প্রতিবাদে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ ভূরুঙ্গামারী ইউএনও মোঃ গোলাম ফেরদৌসকে বিদায় সংবর্ধনা ভূরুঙ্গামারীতে জেলের মৃ*ত্যু: ঘরের আড়ায় ঝুলছিল নিথর দেহ ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে – কুড়িগ্রামে রিজভী কুড়িগ্রামে আইনজীবীদের নিয়ে জামায়াতের সাধারণ সভা ভূরুঙ্গামারীতে ৩১ দফা প্রচারে যুবদলের জনসংযোগ অভিযান

ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ ও রোপণ কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃক্ষচারা বিতরণ ও রোপণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২ জুলাই) ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির মোট ৩৫০ জন ছাত্রছাত্রীর মাঝে আমলকি, পেয়ারা, জলপাই, নটকন, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু বৃক্ষচারা রোপণও করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম ফেরদৌস। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রত্যেকে যদি একটি করে গাছ লাগায় এবং তা যত্ন নেয়, তাহলে পরিবেশ রক্ষা সহজ হবে। আজকের এই ছোট্ট চারা ভবিষ্যতে আমাদের খাদ্য, ছায়া ও জীবনদায়ী অক্সিজেন সরবরাহ করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস. এম. নাছিমুল হক তপু, শিক্ষক সুনীল চন্দ্র সাহা, কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুস সবুর এবং উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিতরণ কার্যক্রমের একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে বিদ্যালয় চত্বরে বেশ কয়েকটি ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, এই কার্যক্রম শুধু একটি বিদ্যালয়ে সীমাবদ্ধ নয়। ধারাবাহিকভাবে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩,০০০ (তিন হাজার) বৃক্ষচারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে। তাদের প্রত্যাশা, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব ও গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট