বাংলাদেশ জামাতে ইসলামী তিলাই ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। ২৪ জুন বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ধামের হাট বাজারে এ অফিস উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিলাই ইউনিয়ন শাখার জামায়াত সভাপতি মো: সাইফুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মো: আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সেক্রেটারি, পাথর ডুবি ইউনিয়ন শাখা। এ সময় উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়নের বিভিন্ন স্তরের কর্মী, সমর্থক ও ওয়ার্ড দায়িত্বশীলরা। পরে অধ্যাপক গোলাম আযম পাঠাগার স্হাপন করা হয়। এ সময় উপজেলা আমি তার বক্তব্যে বলেন, এই অফিসের মাধ্যমে তিলাই ইউনিয়নের মানুষের মধ্যে ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে।