সৃষ্টি ধরার মালিক প্রভু
মানব সৃষ্টি করে
আশরাফুল তার নাম রাখিলেন
উর্ধ জ্ঞানী ভরে ।
মহান বিধি কোন কর্মে যে
পাঠাইলেন এই ধরায়
পথ ভুলে সব আধার পথে
ডুবে রঙ্গ মায়ায়।
ফাঁকি দিতে পারবে না কেউ
অন্তর্যামীর কাছে
দুই কাঁধে দুই ফেরেস্তা দুই জন
ক্যামেরায় যে আছে ।
বিশ্ব রবের মনিটর পাতা
বসে চালান যিনি
বিন্দু বিন্দু ফলক চিত্রে
হিসাব নিবেন তিনি।
হরহামেশাই স্মরণ রেখো
পূণ্য কাজে চলে ,
কৃতকর্মের সার্টিফিকেট
আমল নামা বলে।
মো: হায়দার আলী
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।