ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে শনিবার (২১ মে) বিকেলে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ভূরুঙ্গামারীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম (অ:দা:), বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিস ভাপতি ওয়াজেদ আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মন্ডল।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ভুরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, বিচারকমণ্ডলী ছিলেন ভুরুঙ্গামারী মহিলা কলেজের প্রভাষক দেবদাস চন্দ্র কুন্ডু, হেলেনা আক্তার হ্যাপি। চ্যাম্পিয়ন হয় ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় ।
সেরা বক্তা নির্বাচিত হয় ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহম্মেদ।
প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে অংশ নেওয়া বিতর্কের বিষয় ছিল ‘কেবল কঠোর শাস্তির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয় ’।
পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।