মাগো তোমার স্নেহের পরশ
নিত্য দিনে চাই,
মাগো তোমার স্নেহের ছায়ায়
কতই শান্তি পাই ।
মাগো তোমার চরণ চুমে
চির আশিস পাই,
মাগো তোমার কোলে ঘুমে
এমন সুখ আর নাই ।
মাগো তোমার গর্ভে আশা
ধরার ভূমে ঠাই,
মাগো তোমার সত্য শিক্ষা
পথের দিশা পাই।
মাগো তোমার দুগ্ধধারায়
প্রভুর শ্রেষ্ঠ দান,
মাগো তোমার দৃষ্টি সোহাগ
ধূলোয় শান্ত স্নান।
মাগো তোমার চরন সেবায়
নিত্য স্বর্গ পাই,
মাগো তোমার ডাকে মধু
তৃ-ধরাতে নাই।
মো: হায়দার আলী,
ভূরুঙ্গামারী কুড়িগ্রাম ।